
কৌশিক বসু,দুর্গাপুর : কলকাতায় বিধানসভা অভিযানে ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে দুর্গাপুরে বাম ছাত্র ও যুব সংগঠনের রাস্তা অবরোধকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। দুর্গাপুরে বাম ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা শুক্রবার বিকেলে একটি প্রতিবাদ মিছিল করেন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড চত্বরে। আচমকা আন্দোলনকারীরা দুর্গাপূর স্টেশন রোড অবরোধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে দেয়। আটকে যায় সমস্ত বাস সহ অন্যান্য গাড়ী। এরপর রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন

আন্দোলনকারীরা। অবরোধ চলাকালীন,এক পথচারী রাস্তা ছেড়ে দেওয়ার দাবী জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে, শুরু হয় ধস্তাধস্তি। কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে এসে কোনোক্রমে পরিস্থিতি সামাল দেয়, চলে ব্যাপক স্লোগান। পুলিশের অনুরোধে প্রায় তিরিশ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয়।