
৯৯বাংলা নিউজ ডেস্ক: বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের সময় করজোড়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ফের একবার তাঁর ক্ষমা চাইবার ঘটনাকে কেন্দ্র করে সাড়া পড়ল রাজধানী দিল্লিতে। মঙ্গলবার ইন্দোরে ‘প্রবাসী ভারতীয় সম্মান’ অনুষ্ঠানের সূত্র ধরে এই তথ্য প্রকাশ্যে এল যা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে কেন্দ্রীয় রাজনৈতিক মহলে।
সেই অনুষ্ঠানেই ভারতীয় ব্যবসায়ী দর্শন সিং ধালিওয়ালকে সম্মান জানানো হয়েছে ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠান। তাঁকে ২০২১ সালে দিল্লি বিমানবন্দর থেকে আমেরিকায় ফেরত পাঠানো হয়েছিল। সেই ঘটনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নাকি গত বছর এপ্রিলে প্রায় দেড়শো জনের সামনে তাঁর কাছে ক্ষমা চেয়েছিলেন। আমেরিকায় থাকা প্রবাসী ব্যবসায়ীর মন্তব্যে দেশ জুড়ে তুমুল চর্চা শুরু হয়েছে।
মার্কিন শিখ ব্যবসায়ী দর্শন সিং ধালিওয়ালকেই এবছর কেন্দ্র সরকারের তরফে ‘প্রবাসী ভারতীয় সম্মান’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। সম্মান গ্রহণের পর দর্শন সিং ধালিওয়াল বলেছেন, “প্রবীণরা কখনই ক্ষমা চান না। প্রধানমন্ত্রী মোদী একজন বড় মাপের মানুষ, এবং আমি তাকে অনেক সম্মান করি। তিনি বলেছিলেন যে তাঁর কাছে বড় পাওনা যে একবার ফেরত পাঠানো সত্ত্বেও আমি ভারতে এসেছি।” এর পরেই তিনি বলেন, “কৃষক আন্দোলনের সময় দিল্লি বিমানবন্দর থেকেই তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়। আর এই ঘটনায়র পর গত বছরের এপ্রিলে, যখন প্রধানমন্ত্রী মোদী দিল্লি তাঁর সরকারি বাসভবনে শিখ প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত দেড়শো জনের সামনে ক্ষমা চান মোদী।” দর্শন ধালিওয়ালকে ২০২১ সালের অক্টোবরে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল। সেই ঘটনার প্রায় দুই বছর পরে, তিনি প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার পেয়েছেন এবং ব্যবসা ও সম্প্রদায় কল্যাণে তার অবদানের জন্য স্বীকৃত হয়েছেন।
ধালিওয়াল জানিয়েছেন ২০২১ সালে দিল্লিতে যখন তিনটি বিতর্কিত কৃষি আইন নিয়ে তোলপাড় হচ্ছে দেশ সেই সময়েই তিনি কৃষকদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। তবে এদিন সম্মান পাওয়ার পর বলেন, তাঁকে ভারত থেকে ফিরিয়ে দেওয়ার জন্য করার বিরক্ত হননি বরং এই সম্মান পেয়ে তিনি আনন্দিত। সঙ্গে ব্যবসায়ী এটাও বলেন, তিনি সর্বদা কৃষক সম্প্রদায়ের সঙ্গে ছিলেন এবং তাঁদের সেবা চালিয়ে যাবেন। ব্যবসায়ীর কথা অনুযায়ী যে বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর কাছে ক্ষমা চান তার নাম ছিল ‘Sadbhavana: A Gesture of Goodwill’।
যার নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি।