
কৌশিক বসু,দুর্গাপুর : দুর্গাপুর মহকুমা হাসপাতালের মুকুটে নতুন পালক। মহকুমা হাসপাতালে শুরু হয়েছে ডাক্তারির পোস্ট গ্রাজুয়েট কোর্স। সোমবার এ কথাই জানালেন হাসপাতালে সুপার ডক্টর ধীমান মন্ডল। তিনটি বিষয়ের উপরে এই কোর্স করানো হচ্ছে। পেডিয়াটিক,স্ত্রী রোগ ও ইএনটি , এই তিনটি বিষয়ে দুটি করে আসন ধার্য হয়েছে বলে জানান সুপার। তিন বছরের এই কোর্সগুলি শেষ হবার পর তিনটি বিভাগে মোট ছয় জন করে ডাক্তার হাসপাতালে পাওয়া যাবে এমনটাই জানালেন সুপার। আগে কখনও এই ধরনের কোর্স মহকুমা হাসপাতালে করানো হতনা বলে জানান ডা: ধীমান মন্ডল।

নিট পিজির মাধ্যমে এন্ট্রান্স পরীক্ষা হয় এবং তাতে যারা যোগ্যতামান পেরোতে পারে , তারাই এই কোর্সে যোগদান করতে পারবে। অন লাইনে এর আবেদন পত্র পাওয়া যায়,সেখানে আবেদনের ভিত্তিতে অনলাইন কাউন্সিলিং এর মাধ্যমে এই কোর্সে যোগদান করতে পারা যাবে বলে জানান সুপার। বছর খানেক আগে এই কোর্স শুরু হয়েছে এবং এটা দ্বিতীয় বছর চলছে। এই কোর্সের মেয়াদ ৩ বছর। ফলে যারা ডাক্তারি পড়ুয়া , তাদের জন্য এটা নিশ্চিত ভাবেই বিরাট সুযোগ এবং সরকারী তত্বাবধানে সম্পুর্ন বিনামূল্যে এই কোর্স পড়ানো হচ্ছে বলে জানান ডা: ধীমান মন্ডল।
পশ্চিম বর্ধমান জেলার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত জানান যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ দুর্গাপুর মহকুমা হাসপাতালের এবং ডাক্তারি পড়ুয়ারা সুবিধে পাবে। কবি দত্তের উদ্যোগে সোমবার ফের হাসপাতাল সাফাই অভিযান অনুষ্ঠিত হলো। এদিনের সাফাই অভিযানে অংশ নিয়েছিল দুর্গাপুর লায়ন্স ক্লাব ও বিজ্ঞান মঞ্চ। বিগত দিনেও আলাদা আলাদা সংস্থা ও ক্লাবকে দিয়ে এই ধরনের সাফাই অভিযান চালিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।