
৯৯ বাংলা নিউজ ডেস্ক: বাঙালি মানেই হুজুগে। তাঁরা বিশ্বের যে প্রান্তেই যান সেখানেই নিজেদের চিহ্ন রেখে দেন। এমনকি একটি পাড়াও গড়ে তোলেন। বাংলার বাইরেও বাঙালিদের প্রবল জনপ্রিয়তা রয়েছে। যে জায়গায় বাঙালিরা থাকে সেখনে করা হয় বাঙালি সমস্ত অনুষ্ঠানও। এখন পৌষ মাস সঙ্গে রয়েছে মিঠে রোদ, আর এই সময়টা হল মেলার সময়। তাই কাজের বাইরে একটু আনন্দ উপভোগ করার জন্য নয়ডা বেঙ্গলী কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজন করেছে পৌষ মেলার।
জানা গিয়েছে সেক্টর ২৬ নয়ডা তে আগামী ১৪ এবং ১৫ জানুয়ারি নয়ডা কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পৌষ মেলা এই মেলা উপলক্ষে লোক গান, আঞ্চলিক সংগীত, নৃত্যানষ্ঠান, কুইজ প্রতিযোগিতার এবং বই মেলার আয়োজন করা হয়েছে। পৌষ মেলার একটি বিশেষ আকর্ষণ পিঠেপুলি প্রতিযোগিতা। নয়ডা এবং পার্শ্ববর্তী এলাকার দুর্গা পূজা সমিতিগুলি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। থাকবে আমাদের সদস্য সদস্যা দের নাটক ও সমবেত সংগীত। প্রায় পঞ্চাশ হাজার দর্শক এর সমাগম হবে আশা করা হচ্ছে। মেলা চলবে সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত।
মহামারী কাটিয়ে দুই বছরের পর এবার নয়ডার পৌষ মেলার আকর্ষণ তুঙ্গে। সম্পাদক শ্রী সাত্যকী গুহ জানান যে,” বাংলা শিক্ষা ও ভাষার প্রচারের উদ্দেশ্য আমাদের একটি বিশেষ উদ্যোগে বাংলা শিক্ষার ক্লাস এর ব্যবস্থা করা হচ্ছে।” সংস্থার সহ সভাপতি শ্রী পার্থ চ্যটার্জী জানান যে বিশিষ্ট গুনীজনদের সম্বর্ধনা দেওয়া হবে। আপাতত পৌষ মাসের শেষ পিঠেপুলির এই অনুষ্ঠান এবং বাঙালিদের সমবেত হওয়া নিয়ে প্রবল উচ্ছ্বাসিত প্রবাসের বাঙালিরা।