
৯৯ ডিজিটাল ডেস্ক,দুর্গাপুর : দীর্ঘদিন ধরে বসবাস করেও মেলেনি জমির পাট্টা, উল্টে স্থানীয় তৃণমূল কর্মীরা জমির পাট্টা দেওয়ার নাম করে বস্তিবাসিদের কাছ থেকে টাকা নিয়েছে,এমনই অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। দুর্গাপুরের মধুপুর, রঘুনাথপুর, ধোবিঘাট সহ শহরের প্রায় কম বেশি তিনশোটি বস্তির অবস্থা একই রকম বলে অভিযোগ। বুধবার বিজেপি জেলা নেতৃত্বের উদ্যোগে গান্ধীমোড় থেকে দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরের সামনে পর্যন্ত একটি পদযাত্রা আয়োজিত হয়। এই মিছিল থেকে দাবি ওঠে জমির পাট্টা দেওওয়ার । বিজেপি জেলা সভাপতি দিলীপ দে, দলের সাধারণ সম্পাদক অভিজিত দত্ত এইদিনকার মিছিলে অংশ নিয়েছিলেন। দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরের সামনে মিছিল পৌঁছনো মাত্র পুলিশ বাধা দেয় আন্দোলনকারীদের। সাথে সাথে মহকুমা শাসকের দফতরের সামনের রাস্তায় বসে পড়ে বিক্ষোভে সামিল হন বিজেপি নেতৃত্ব। দাবি ছিল অবিলম্বে জমির পাট্টা দিতে হবে, নচেৎ আরো বড় আন্দোলন সংগঠিত করবে বিজেপি। পাঁচ সদস্যর প্রতিনিধি দল দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে গিয়ে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।

যদিও বিজেপির এই আন্দোলনকে কটাক্ষ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদার জানান,সামনেই দুর্গাপুর পুরসভার নির্বাচন। তাই বস্তিবাসিদের নিয়ে ভোট রাজনীতির খেলায় নেমেছে বিজেপি।