
কল্যান মন্ডল,পান্ডবেশ্বর : পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পের মাধ্যমে সর্বমোট ৬৫ কিলোমিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন হল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প পথশ্রীর মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ হতে চলেছে যা, পশ্চিমবঙ্গে এ যাবতকালের সর্ববৃহৎ রাস্তা নির্মাণ প্রকল্প। এই প্রকল্পে সর্বমোট পশ্চিমবঙ্গ জুড়ে ব্যয় হবে চার হাজার কোটি টাকা। পাণ্ডবেশ্বর বিধানসভায় মোট ৭৬ টি রাস্তার কাজ শুরু হতে চলেছে। যার সর্বমোট ব্যয় অনুমোদন হয়েছে আনুমানিক ৩১ কোটি টাকা। রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধনের প্রথম দিনে পাণ্ডবেশ্বর বিধানসভায় একত্রে মোট ২৭ টি রাস্তার কাজের উদ্বোধন হল। দুটি ব্লকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রথমে পাণ্ডবেশ্বর ব্লকের পাণ্ডবেশ্বর রেলগেট হইতে ডিএভি স্কুল পর্যন্ত ৫৮ লক্ষ টাকা ব্যয়ের ২কিলোমিটার রাস্তা এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের নবঘনপুর গ্রামে ২৫ লক্ষ টাকা ব্যয়ের নতুন রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের সমষ্টি উন্নয়নের আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস এবং দেবজিৎ দত্ত। এছাড়াও ছিলেন সরকারি আধিকারিকসহ বিভিন্ন নেতৃত্ব গন।

এই পথশ্রী প্রকল্পের উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এই প্রকল্প ঐতিহাসিক এবং যুগান্তকারী প্রকল্প। এর মাধ্যমে গোটা এলাকা জুড়ে এক মডেল পাণ্ডবেশ্বর তৈরী হবে। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পাণ্ডবেশ্বর জুড়ে ঝা চকচকে রাস্তা তৈরি হবে। পাণ্ডবেশ্বর ইতিহাসে একসাথে ৬৫ কিলোমিটার রাস্তার শিলান্যাস এই প্রথম বলে জানান বিধায়ক।