
অর্পণ ভট্টাচার্য,৯৯ বাংলা নিউজ: লোকসভা নির্বাচনের বাকী এখনও এক বছর । কিন্তু তার আগেই কার্যত বাদ্যি বেজে গিয়েছে। মেগা নির্বাচন ঘিরে এখন থেকেই প্রস্তুতি, পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলি। কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি এই কাজে স্বভাবতই আরও কিছুটা এগিয়ে। তাইতো স্বয়ং প্রধানমন্ত্রীও কর্মসমিতির সভা থেকে কর্মীদের একাধিক দিক নির্দেশ ঠিক করে দিয়েছেন।তবে ইতিমধ্যেই ২০২৪ লোকসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে তাঁর সঙ্গে একমত নন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তাতেই আরও একবার বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।
প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে ২৫ টি আসন জিতবে বিজেপি। এর আগে অমিত শাহ বঙ্গ সফরে এসে সংগঠনের রুদ্ধদ্বার বৈঠকে কার্যকর্তাদের টার্গেট দিয়ে গিয়েছিলেন। তাঁর কড়া বার্তা ছিল, উনিশের চেয়ে বেশি আসনে জিততেই হবে চব্বিশের ভোটে। এছাড়া সূত্রের খবর সদ্য সমাপ্ত দলের জাতীয় কর্মসমিতির বৈঠকেও একই বার্তা দেওয়া হয়েছে। তা অনুসরণ করেই সুকান্ত মজুদার টার্গেট বেঁধেছেন পঁচিশে। যদিও সুকান্তবাবুর এই টার্গেটের সঙ্গে একমত নন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ”এখনই লোকসভা নির্বাচনের কোনও লক্ষ্য ঠিক করেনি দল। ২৫ টি আসনে জেতার কথা বলা হচ্ছে, তা তিরিশও হতে পারে।
স্বাভাবিক ভাবেই রাজ্যের প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির বক্তব্য থেকেই গেরুয়া শিবিরের মতানৈক্যের বিষয়টি স্পষ্ট। শুধু তাই নয় বর্তমান রাজ্য সভাপতি ও প্রাক্তনের মধ্যে কোনও সমন্বয় নেই, তাও স্পষ্ট। ২৫ নাকি ৩০ আসনে জয়ের টার্গেট, তা এখনও ঠিকই করে উঠতে পারছে না বঙ্গের গেরুয়া ব্রিগেড।প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি ১৮ টি আসনে জয়লাভ করে।