
৯৯ ডিজিটাল ডেস্ক, পুরুলিয়া : পঞ্চায়েত নির্বাচনে জেলা পুরুলিয়ায় নিজেদের হারানো জমি পুনরুদ্ধারে এবার শাসকদলের নজরে ‘গ্রাম’। জনসংযোগ বাড়াতে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি বৈঠক।
উপস্থিত ছিলেন তৃণমুল এর জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া।
পঞ্চায়েত ভোটের ডঙ্কা বেজে গিয়েছে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামে জনসংযোগ বাড়ানোই দলের মূল লক্ষ্য। তাই অন্যান্য কর্মসূচির পাশাপাশি “চলো গ্রামে যাই” কর্মসূচির উপর বিশেষ ভাবে জোর দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার নেত্রী ও কর্মীরা গ্রামে-গ্রামে গিয়ে সভা করছে এবং বিভিন্ন পরিবারের সমস্যার কথা জেনে তাদের পাশে দাঁড়াচ্ছে। এছাড়া গ্রামের যে সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেসের সমর্থক, তাঁদের পঞ্চায়েত ভোটের আগে সক্রিয় রাজনীতিতে নিয়ে আসা দলের অন্যতম লক্ষ্য। তাই ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ঘর গোছাতে শুরু করল শাসকদল। এদিন, পুরুলিয়ার জেলা তৃণমূল কার্যালয়ে দলের জেলা কমিটির সমস্ত সদস্য, পদাধিকারী, ব্লক সভাপতি ও মহিলা তৃণমূলের নেত্রীদের নিয়ে আয়োজিত হল একটি বৈঠক। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় তা নিয়েই মূলত আলোচনা হয় এই বৈঠকে। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে গ্রামের মানুষ এর সুবিধা অসুবিধা, সবক্ষেত্রেই সক্রিয় ভূমিকা পালন করতে উদ্যোগী তৃণমূল নেতৃত্ব।

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনেই পুরুলিয়া জেলায় দলের ভরাডুবির কথা মাথায় রেখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে কোমর বাঁধছে তৃণমূল। উৎসবের মরশুম শেষ হতেই টানা আড়াই মাস গ্রামে পড়ে থেকে গ্রামবাসীর মন জয়ের চেষ্টায় শাসকদল।