
৯৯ ডিজিটাল ডেস্ক, পঃ বর্ধমান : নিয়ম ভাঙার দায়ে ৪ টি কয়লা বোঝাই ডাম্পারকে আটক করল পুলিশ।
‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি চলাকালীন পাণ্ডবেশ্বরের টুমনী ব্রিজের কাছে কয়লা বোঝাই ডাম্পারগুলিকে আটক করা হয়। জানা গেছে, ইসিএল-এর সোনপুর বাজারি প্রজেক্টের কয়লা পরিবহণে যুক্ত ডাম্পারগুলি, এদিন খাদান থেকে কয়লা বোঝাই করে সাইডিংয়ে যাচ্ছিল। সেই সময়, ডাম্পারগুলিকে আটক করা হয়।
অভিযোগ, অতিরিক্ত কয়লা বোঝাই এর পাশাপাশি আঢাকা অবস্থায় ছিল কয়লা। নিয়মানুযায়ী, দূষণ নিয়ন্ত্রণে কয়লা পরিবহনের সময় আচ্ছাদন থাকা বাধ্যতামূলক।

রাজ্য সরকারের জারি করা নিয়ম না মেনে আচ্ছাদন ছাড়া অতিরিক্ত কয়লা পরিবহণের দায়ে আটক করা হয়েছে ডাম্পারগুলিকে, জানিয়েছেন পাণ্ডবেশ্বর থানার এক পুলিশ আধিকারিক।