
কৌশিক বসু,দুর্গাপুর : এক মহিলার ছবি বিকৃতি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল অণ্ডাল থানার পুলিশ । ধৃতকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃত ব্যক্তির নাম রাকেশ গুপ্তা, আসানসোলের বাসিন্দা।
অভিযোগ,ধৃত রাকেশ অণ্ডাল থানা এলাকার এক পরিচিতি মহিলার ছবি বিকৃতি করে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। রাকেশ মহিলার পরিচিত হওয়ায় বিষয়টি খুব শীঘ্রই প্রকাশ্যে আসে। ওই মহিলার সন্মান হানি হওয়ায়, অণ্ডাল থানার পুলিশের দ্বারস্থ হয়। পুলিসে রাকেশ এর বিরুদ্ধে মামলা রুজু করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাকেশকে গ্রেপ্তার করে এদিন আদালতে পেশ করে। তার তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।