
সৈয়দ মফিজুল হোদা,বাঁকুড়া:-আবারো মানবিক মুখের পরিচয় দিলেন কোতুলপুর ট্রাফিক ওসি রাধা দামোদর বাসে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মির্জাপুরের বাসিন্দা সনাতন চ্যাটার্জি। রাধাগোবিন্দ বাসে একটি মোবাইল হারিয়ে ফেলেন। তিনি মোবাইলের আশা ভরসা ত্যাগ করেই কোতুলপুর ট্রাফিক ওসি অলকেশ পতির কাছে এসে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। ট্রাফিক ওসি দেরি না করেই যোগাযোগ করেন রাধাগোবিন্দ বাসের কন্টাকটারের সাথে যোগাযোগ করেন এবং মোবাইলটি উদ্ধার করে প্রকৃত মোবাইল মালিকের হাতে ফিরিয়ে দেন। এই মানবিক কাজের জন্য সনাতন বাবু ট্রাফিক ওসিকে ধন্যবাদ জানিয়েছেন। পুলিশের এই কর্মকাণ্ডে খুশি স্থানীয়রা।