
সৈয়দ মফিজুল হোদা, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের করিশুন্ডা গ্রামের পশ্চিম মাঝিপাড়া শ্মশান সংলগ্ন এলাকায় পালিত হচ্ছে মাঠ মনসা পুজো। বছরের পর বছর ধরে এইখানে সাড়ম্বরে পালিত হয়ে আসছে এই পূজা। এই পূজার ইতিহাস ঘাটলে জানা যায় , দীর্ঘ ২৫ বছর আগে এই মাঠ সংলগ্ন এলাকায় একটি শিশুকে সাপের সঙ্গে খেলা করতে দেখেন স্থানীয়রা। সাপটি শিশুটির গায়ে উঠছে, গলায় জড়িয়ে যাচ্ছে, মাথায় ফোনা তুলে আছে ,তাও সাপটি শিশুর কোন রকম ক্ষতি করেনি। তার পর থেকেই এই গ্রামের মানুষেরা ওই স্থানে দেবী মা মনসার পূজা শুরু করেন।
পুজো কমিটির এক সদস্য অমর পাঁজা,আমাদের ক্যামেরার মুখোমুখী হয়ে জানান, আমাদের এই পূজা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আর এই পুজো উপলক্ষে পাঁচ থেকে সাত হাজার নরনারায়ন সেবা হয়ে থাকে। এই গ্রামের বহু মানুষের সহযোগিতায় এই পূজা সম্পূর্ণ হয়। বিভিন্ন এলাকা থেকে আগত মানুষদের নিয়েই সাড়ম্বরে পালিত হচ্ছে এই মাঠ মনসা পুজো।