
৯৯ ডিজিটাল ডেস্ক, দুর্গাপুর : অপরাধ ছিল বারংবার স্কুটির সিট ছিঁড়ে দেওয়া , আর সেই অপরাধে গুলি করে হত্যা এক অন্ত:সত্বা সারমেয়কে । ফের অমানবিক ঘটনার সাক্ষী হল সভ্য শহর দুর্গাপুর । ইস্পাত কলোনীর বিজোনের নিউটন এ্যাভিনিউর ঘটনায় স্তম্ভিত শিল্পাঞ্চল ।

নিউটন এ্যাভিনিউয়ের ২০/৩ আবাসনের বাসিন্দা দিব্যেন্দু ভাওয়াল । বছর ৫৫ র এই ব্যক্তি দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত । কয়েকদিন ধরেই এলাকার এক অন্ত:সত্বা সারমেয় স্কুটির সিট ছিঁড়ে ফেলছিল বারংবার। এটাই ছিল ওই অবলা প্রানীর “গুরুতর” অপরাধ । তাছাড়াও প্রায়শই তার চিৎকারে শান্তির ব্যাঘাত ঘটত । বৃহষ্পতিবার বিকেলে আচমকাই নিজের এয়ারগান থেকে ওই সারমেয়কে লক্ষ্য করে গুলি চালিয়ে বসে দিব্যেন্দু ভাওয়াল , লুটিয়ে পড়ে অন্ত:সত্বা সারমেয়টি। ঘটনা জানাজানি হতেই সরব হয় এলাকাবাসী থেকে শুরু করে পশুপ্রেমী সংগঠনগুলি। সারমেয়টিকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। অভিযুক্তের শাস্তির দাবীতে বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা স্থানীয় বি-জোন ফাঁড়িতে জড় হয়। সংগঠনের পক্ষে ভারতী দাস জানান যে অত্যন্ত অমানবিক ঘটনা , দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

অন্যদিকে এই নারকীয় ঘটনায় অভিযুক্ত দিব্যেন্দু ভাওয়ালের বিরূদ্ধে বি-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান পাড়ার কিছু মহিলা । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য , পথ সারমেয়দের প্রতি অত্যাচারের নানান কাহিনী প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে। গায়ে গরম জল ছিটিয়ে দেওয়া থেকে আলকাতরার ড্রামে সারমেয় শাবককে ফেলে হত্যা , সবই প্রত্যক্ষ করেছে শিল্পাঞ্চল। ক্ষেত্র বিশেষে অভিযুক্ত গ্রেপ্তারও হয়েছে, কিন্তু তাতে সমস্যার সমাধান হয়েছে কি ? পথ সারমেয়দের বংশ বৃদ্ধি এই সমস্যার অন্যতম কারন । কিন্তু এই বংশবৃদ্ধি রোধে সরকারী উদ্যোগ তেমন দেখা যায় না। ফলে একদিকে যেমন দুর্ঘটনায় প্রান যাচ্ছে সারমেয়দের , তেমনই দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে সাধারন পথ চলতি মানুষ। কয়েকটি পশুপ্রেমী সংগঠন নিজ উদ্যোগে টিকাকরনের কাজ করলেও তা সংখ্যায় অপ্রতুল। ফলে শিল্প শহরের প্রতিটি রাস্তায় সারমেয় কুলের লাগাতার বৃদ্ধি জন্ম দিচ্ছে এদিনের নারকীয় ঘটনার। নির্দিষ্ট সরকারী পরিকল্পনায় জন্মবৃদ্ধির হার নিয়ন্ত্রনে না আনলে এই সমস্যার সমাধান কার্যত অসম্ভব বলেই ধারনা ওয়াকিবহাল মহলের