
৯৯ নিউজ বাংলা ডিজিটাল ডেস্ক,দুর্গাপুর : রাজ্য জুড়ে বাড়ছে ‘অ্যাডিনো’ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যাও। উদ্বেগ ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে। একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তবে দুর্গাপুরের ক্ষেত্রে স্বস্তির খবর শোনালেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা: ধীমান মন্ডল। আপাতত হাসপাতালে নেই কোন আ্যাডিনো আক্রান্ত, বললেন ডা: মন্ডল।

দুর্গাপুর মহকুমা হাসপাতালের শিশু বিভাগের নিওন্যাটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রয়েছে ২৫টি শয্যা ,পেডিয়াট্রিকস ইউনিটে রয়েছে ৬৫টি শয্যা। যদিও দুটি বিভাগে শয্যা ভর্তি বলেও হাসপাতাল সূত্রে খবর। জ্বর সর্দি নিয়ে ভর্তির সংখ্যা বাড়লেও এখনও পর্যন্ত অ্যাডিনো আক্রান্তের সংখ্যা দুর্গাপুর মহকুমা হাসপাতালে নেই বলে দাবি করলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার। তিনি বলেন ‘অ্যাডিনো’ আক্রান্ত না থাকলেও সমস্ত রকম ভাবেই তৎপর আছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল। রয়েছে পর্যাপ্ত পরিকাঠামো। স্বাস্থ্য দপ্তরের সাথে দফায় দফায় আলোচনা হচ্ছে বলেও জানান সুপার।

শুধু দুর্গাপুর মহকুমাই নয়,আশেপাশের জেলার একটা বড় অংশের মানুষ মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসে। বিগত বছরগুলিতে করোনা কালেও যথেষ্ট পারদর্শীতা দেখিয়েছিল মহকুমা হাসপাতাল। করোনার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত হাসপাতালের আভ্যন্তরীন পরিকাঠামোয় প্রভুত উন্নতি হয়েছে। বিশেষত শিশু বিভাগ এখন যে কোন বড় হাসপাতালকে টক্কর দিতে প্রস্তুত , ফলে রোগীর চাপ উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে মহকুমা হাসপাতালে। আ্যাডিনো আতংক যখন ছড়াচ্ছে রাজ্যজুড়ে , সেই সময় সুপারের কথায় স্বস্তির বাতাবরন শিল্পশহরে।