
৯৯ বাংলা,নিউজ ডেস্ক: নতুন বছরের আগেই আর্থিক ক্ষেত্রে এতো বড় বদল কিন্তু কেন? বন্ধ করা হতে পারে আপনার সবথেকে দামী অ্যাকাউন্ট ? নতুন বছরে ব্যাঙ্কিং সিস্টেমে আসছে একাধিক রদবদল। নতুনত্ব আনছে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া । RBI নিয়ম সংক্রান্ত গাইড লাইন প্রকাশ পেয়েছে তাতেই বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে বলে উল্লেখ করা হয়েছে। এতে ব্যাংকের গ্রাহকদের কি অতিরিক্ত সুবিধা হবে নাকি সমস্যায় পড়তে হবে।দেখেনিন কি কি চমক থাকছে এই নয়া নিয়মে।
ক্রমাগত ডিজিটাল হচ্ছে দুনিয়া। পরিবর্তন হচ্ছে বিভিন্ন সিস্টেমও।
আর্থিক লেনদেন থেকে শুরু করে যাবতীয় সব রকমের বিষয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে চলেছে এবার RBI। তাই ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI Rules এর ক্ষেত্রে আসছে একাধিক পরিবর্তন। গ্রাহকদের পরিচয় সংক্রান্ত বিষয়কে বলা হয় KYC (Know Your Customer)। এবার থেকে ব্যাংকের KYC সংক্রান্ত এই নতুন আপডেট সকলের জেনে রাখা খুবই জরুরি।
RBI গাইড লাইন অনুসারে প্রত্যেক গ্রাহককে নিজ নিজ ব্যাংকে KYC আপডেট বাধ্যতামূলক করতে হবে। তবে এবার থেকে আর যেতে হবে না ব্যাংকে। ডিজিটাল সিস্টেমে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে গ্রাহকেরা এবার নিজ KYC করে নিতে পারবেন বাড়িতে বসেই। নিজের আধার কার্ড, প্যান কার্ড থাকলেই ঘরে বসেই সেরে নেওয়া যাবে এই কাজ। এক্ষেত্রে ব্যাংকের প্রতিনিধি মোবাইল বা ল্যাপটপে ভিডিও কলিং এর মাধ্যমে Authenticate করলেই একবারে হয়ে যাবে গ্রাহকের KYC আপডেট। KYC আপডেট না থাকলে সমস্যা পড়তে হবে। বন্ধ হতে পারে আপনার মুল্যবান অ্যাকাউন্ট।
বর্তমানে অনলাইন KYC উপর জোর দিচ্ছে RBI। এছাড়া গ্রাহকেরা তাদের নিজের ঠিকানা পরিবর্তনের জন্য এই পদ্ধতির অবলম্বন করতে চলেছে এমনটাই সূত্রের খবর। সেক্ষেত্রে নিজের নতুন ঠিকানার প্রমাণ রাখতে হবে নিজের কাছে। এরপর অলাইনের মাধ্যমে সরাসরি আবেদন জানালে KYC আপডেট হয়ে যাবে। একই পদ্ধতিতে নিজের ঠিকানাও পরিবর্তন হয়ে যাবে খুবই অল্প সময়ের মধ্যে। এরকমই সহজ পদ্ধতির ব্যবস্থা করতে চলেছে RB।