৯৯ বাংলা নিউজ ডেস্ক: পরপর দুদিন পাথর ছোড়া হয় বন্দে ভারত এক্সপ্রেসে।এরপরই শুরু হয় রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠতে থাকে যাত্রী নিরাপত্তা নিয়েও। তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেল ভারতীয় রেল কর্তৃপক্ষকে। বন্দে ভারতের সুরক্ষায় নেওয়া হলো বিশেষ উদ্যোগ। তৈরি করা হচ্ছে বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপও। নজরদারি চালাবে এই নয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ। কখন কোন স্টেশনে ঢুকছে বন্দে ভারত, তার আপডেট উঠে আসবে ওই গ্রুপে। আরপিএফ-এর পাশাপাশি যাত্রী সুরক্ষায় এনজেপি থেকে হাওড়া পর্যন্ত ট্রেনে থাকবে রেল পুলিশও। গত ২ দিনের ঘটনায় দুটি আলাদা আলাদা মামলা রুজু করা হয়েছে। সামসির ঘটনারও তদন্ত করবে রেল পুলিশ। উত্তরবঙ্গের রেল পুলিশ সুপার জানান, দুষ্কৃতীদের খুঁজে বের করে দ্রুত গ্রেফতার করা হবে।
এদিকে, নিজের সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর দফতর এবং রেল মন্ত্রককে ট্যাগ করে বন্দে ভারত ট্রেনে হামলার ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়ার আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে আজ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার সিআইডির হাতেই তদন্তভার তুলে দেওয়ার দাবি করেছেন। তবে এ ব্যাপারে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম পাথর ছোড়ার ঘটনা কে সমালোচনা করলেও কুনালের গলায় মিলেছে অন্য সুর।
এরপরই চরছে রাজনৈতিক পারদ। তবে বিরোধীরাও আক্রমণ করতে ছাড়েনি। পাথর ছোড়ার মত ঘটনায় পেছনে প্রচ্ছন্ন মদত রয়েছে এ রাজ্যের শাসক দলের দাবি করছে বিজেপির একাংশ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দে ভারত ট্রেনের সূচনার দিন হাওড়া স্টেশনে আসা মাত্রই ‘জয় শ্রীরাম’ স্লোগানের বদলা নিতেই কি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। ট্রেনে পরপর হামলার ঘটনার আসল কারণ কী? কারা চালাচ্ছেন হামলা? বন্দে ভারত নিয়ে কেনই বা এত ক্ষোভ? প্রশ্ন তুলছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবী যথাযথ তদন্ত করে ঘটনার আসল কারণ অনুসন্ধান করতেই NIA- কে তদন্তভার দেওয়া উচিত।
তবে এখন দেখার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। বন্দেভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর তিনদিনের মধ্যেই দু’বার হামলা ভয়ের বাতাবরণ শুরু হয়েছে যাত্রীদের মধ্যেই। এবার সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতীয় রেলের বিশেষ ব্যবস্থা। বন্দে ভারতকে লক্ষ্য করে দুবার পর পর ইটছোড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব ভারতের প্রথম সেমি বুলেট ট্রেন। প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজনৈতিক যাতাকলের মধ্যে পড়েই ক্ষতির শিকার হচ্ছে সরকারি সম্পত্তির?