
৯৯ ডিজিটাল ডেস্ক, কাঁকসা : চিনে ফের ভয়ঙ্কর হচ্ছে করোনা। পরিস্থিতি দেখে আগাম তৎপরতা রাজ্য স্বাস্থ্য দপ্তরের। পশ্চিম বর্ধমান জেলাতেও ফের করোনা মোকাবিলার প্রস্তুতি শুরু। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তৈরি হচ্ছে নতুন করোনা হাসপাতাল।
করোনার নতুন উপসর্গ আবার মাথা চাড়া দিচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে প্রতিটি রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই, জেলার হাসপাতালগুলিতে শুরু হয়েছে মক ড্রিল। পশ্চিম বর্ধমান জেলাও এর ব্যতিক্রম নয়। এবার এই জেলার কাঁকসার পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তৈরি হচ্ছে করোনা হাসপাতাল। হঠাৎ করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আঁচ করেই কোমর বাঁধছে স্বাস্থ্য দপ্তর।
পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক বিপ্লব মন্ডল জানান, “নতুন নির্মীয়মান কোভিড হাসপাতাল ভবনটির কাজ শেষ পর্যায়ে। থাকছে মহিলা ও পুরুষদের জন্য আলাদা করে ২০ টি শয্যার ব্যবস্থা।” চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সকলেই তৎপর আছে বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, অতিমারিতে বেশ কয়েকটা বছর অতিবাহিত হয়েছে। তখন একাধিক হাসপাতালে অনেকগুলি করোনা-শয্যা ছিল। এখন সে সব শয্যার বেশিরভাগই ঘরবন্দি হয়ে পড়ে রয়েছে। ধুলো জমেছে। পড়ে রয়েছে সে সময়ে কেনা যন্ত্রপাতিও। পড়ে থেকে থেকে কিছু যন্ত্র অচল হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সংক্রমণ কমায় একে একে করোনা হাসপাতালগুলিও বন্ধ হয়েছে। কিন্তু, নতুন করে করোনা নিয়ে উদ্বেগ বাড়ায় ফের রাজ্যে চিকিৎসা ব্যবস্থার চিত্র বদলাচ্ছে।