
৯৯ বাংলা নিউজ ডেস্ক: খুব শীঘ্রই স্কুল বাস ও পুলকার নিয়ন্ত্রণের জন্য একটি অ্যাপ আনতে চলেছে পরিবহণ দফতর। সোমবার এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরিবহণ দফতর এই বিষয়ে উদ্যোগ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই অ্যাপটির ব্যবহার করলে অভিভাবকরা সহজেই যাতায়াতের পথে সন্তানদের গাড়ির গতিবিধি জানতে পারবেন।এই অ্যাপের মাধ্যমে যেমন পড়ুয়াদের যাতায়াতের যানবাহনের গতিবিধি জানা যাবে, তেমনই যাত্রাপথে তাদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত হবে বলে পরিবহণ দফতর।
স্কুল বাস ও পুলকারে ছাত্র-ছাত্রীদের যাতায়াত নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার অন্ত নেই। এ বার সেই দুশ্চিন্তা দূর করতে উদ্যোগী হচ্ছে পরিবহণ দফতর। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই আ্যাপ চালু করতে চলেছে পরিবহণ দফতর।সরকারি উদ্যোগে এই অ্যাপ চালু হলেও বেসরকারি ক্ষেত্রেও এর সুবিধা মিলবে। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে যে সব ছাত্র-ছাত্রী পুলকার বা স্কুল বাসে যাতায়াত করে, তাদের অভিভাবকরা যেমন এই অ্যাপটি থেকে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের তথ্য জানতে পারবেন, বেসরকারি স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা একই ভাবে এই সুবিধা পাবেন। যে কোনও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এই অ্যাপটি।
পরিবহণ দফতর সূত্রে খবর মোবাইলে অ্যাপটি ডাউনলোড করার পরেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন করে এই অ্যাপটিকে কাজে লাগাতে পারবেন অভিভাবকরা। পরিবহণ দফতরের কর্তা জানিয়েছেন, অ্যাপটি তৈরির বিষয় কাজকর্ম শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব এই পরিষেবা চালু করতে বদ্ধপরিকর সরকার। নতুন এই পদ্ধতি চালু হলে অভিভাবকরা বাড়িতে বসেই ছেলেমেয়েদের স্কুলে যাওয়া এবং আসার যাবতীয় তথ্য পেয়ে যাবেন বলে দাবি করেছেন ওই পরিবহণ কর্তা। প্রসঙ্গত, ছাত্র-ছাত্রীদের পুলকার বা স্কুল বাসে যাতায়াত নিয়ে একাধিক অভিযোগের আসছিল পরিবহণ দফতরে। তার পরেই সমস্যা মেটাতে এই নতুন অ্যাপটি চালু করার বিষয়ে সিদ্ধান্ত হয়।