
৯৯ বাংলা ডেস্ক : ২০২৪-এর নির্বাচন যত সামনে আসছে ততই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে আরও বেশি করে সামনে আনতে চাইছে বিজেপি। গেরুয়া বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। দু’দিন আগেই দিল্লিতে হয়েছে বিজেপির কার্যনির্বাহী বৈঠক। শীর্ষ নেতাদের উপস্থিতিতে নেওয়া হয়েছে নিয়ে নির্বাচন সংক্রান্ত ও দলকে দেশের মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার একাধিক সিদ্ধান্ত। সেই সঙ্গেই বিজেপির জাতীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক গৃহীত হয়েছে নয়া রেজলিউশন। যেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “শুধু দেশের নয়, বিশ্বের সর্বোচ্চ এবং জনপ্রিয় নেতা”।
বিজেপি জোর দিয়ে বলেছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত “বিশ্বের ভবিষ্যত রক্ষাকারী” হিসাবে সামনে এসেছে। শুধু তাই নয় মোদীর “শক্তিশালী এবং দূরদর্শী” নেতৃত্বে, ভারতকে একটি সিদ্ধান্তমূলক, দূরদৃষ্টিসম্পন্ন এবং শক্তিশালী জাতি এবং বিশ্বের ভবিষ্যতের রক্ষক হিসাবে প্রকাশিত করেছে। বিজেপির প্রকাশ করা রেজলিউশনে বলা হয়েছে, মোদীর নেতৃত্বে G20 এবং সাংহাই সহযোগিতা সংস্থার (SCO)-এর মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলির চেয়ারম্যান পদ পাওয়া ভারত দেশের ইতিহাসে “নতুন অধ্যায়” রচনা করেছে। উল্লেখ করা হয়েছে, সমগ্র বিশ্ব এখন ভারতের শক্তি এবং ক্ষমতা সম্পর্কে সচেতন হয়ে উঠেছে যেটি আক্ষরিক অর্থেই করোনা সঙ্কট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় গোটা বিশ্বের সামনে প্রদর্শিত হয়েছিল। রেজোলিউশনে বলা হয়েছে, মানবতা রক্ষা এবং পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রে ভারত বিশ্বকে নেতৃত্ব দেয়।
বুধবার বিজেপি তার জাতীয় কার্যনির্বাহী দ্বারা গৃহীত রেজোলিউশন সকলের সামনে শেয়ার করেছে। দলের একটি প্রধান সাংগঠনিক বৈঠক মঙ্গলবার শেষ হয়েছে। সোমবার সভার প্রথম দিনে প্রস্তাবটি প্রথমে উত্থাপন করা হয় এবং পরে পাস হয়। রেজোলিউশনে উল্লেখ করা হয়েছে যে, এক বছরে G20, SCO এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো তিনটি বড় আন্তর্জাতিক সংস্থার সভাপতিত্ব পাওয়া প্রমাণ করেছে যে, পুরো বিশ্ব আমাদের দেশের শক্তিকে স্বীকৃতি দিয়েছে। মোদী ম্যাজিকের কথাও বলা হয়েছে। বিধানসভা নির্বাচন এবং উপ-নির্বাচনের ফলাফলগুলি দেখিয়েছে সমস্ত ভারতীয় মোদীর গরিব-সমর্থক কল্যাণ নীতি এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির সাথে গভীর সংযোগ স্থাপন করে “মোদি ম্যাজিক” গুজরাটের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বলেও এতে বলা হয়েছে। শুধু বিজেপির সাফল্যই নয় সেই সঙ্গেই বিরোধীদের “ভুয়া রাজনীতি” করার প্রসঙ্গও তুলে ধরেছে বিজেপি।