
৯৯ ডিজিটাল ডেস্ক , দুর্গাপুর : নডিহায় মুক ও বধির নাবালিকা ধর্ষণ কাণ্ডে এবার সরাসরি শাসকদলের যুক্ত থাকার অভিযোগ আনলেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ। এদিন দুপুরে নডিহার নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন অল ইন্ডিয়া ল ইয়ারস ইউনিয়নের প্রতিনিধি দল সহ হাইকোর্টের আইনজীবীরা। এক সাংবাদিক সম্মেলনে আইনজীবী শামীম আহমেদ পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। তিনি বলেন এই ঘটনায় শাসক যোগ স্পষ্ট, সে কারণেই পুলিশ নিষ্ক্রিয়। তিনি প্রশ্ন তোলেন অভিযোগ হওয়ার পরেও পুলিশ অভিযুক্তকে আটক করলেও মামলা দায়ের করতে দুদিন সময় নিয়েছে এবং চারদিন পর নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা হয়েছে। এমনকি অত্যন্ত গরিব নির্যাতিতার পরিবারকে চাপ দিয়ে বয়ান বদল করার প্রচেষ্টাও হয়েছে। তিনি আরো বলেন যে অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়ন নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে এবং সব রকম আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য গত ২১ শে নভেম্বর দুর্গাপুরের নডিহায় এক মুক ও বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পরবর্তীকালে নির্যাতিতার বাবা ওই যুবকের বাড়ি গিয়ে এই অভিযোগ জানাতে তাকে মারধর করা হয় এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়। স্থানীয় ক্লাবে খাপ পঞ্চায়েত বসিয়ে বিষয়টি মীমাংসা করে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় নির্যাতিতার পরিবারকে। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় নির্যাতিতার পরিবারে।স্থানীয় কোক ওভেন থানা প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে সেই অভিযোগ গ্রহণ করে। তার আগে অবশ্য সিপিআইএম থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। হাইকোর্টের আইনজীবী শামীম আহমেদের অভিযোগ এর পরেও মামলার ক্ষেত্রে যথেষ্ট গড়িমসি করছে প্রশাসন। পুলিশ এই মামলার ক্ষেত্রে কোথায় কোথায় গাফিলতি করেছে তা নিয়েও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শামীম আহমেদ। তিনি প্রশ্ন তোলেন কাদের নির্দেশে স্থানীয় ক্লাবে খাপ পঞ্চায়েত বসিয়ে নির্যাতিতার পরিবারকে বয়ান বদলে বাধ্য করা হয়েছে, তা খুঁজে বের করতে হবে।
বামপন্থী আইনজীবীদের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী দেবব্রত সাঁই। তিনি বলেন একজন আইনজীবীর কাজ আদালতে যথাযোগ্য প্রমাণ দিয়ে মামলা লড়া এবং অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করা। তা না করে সাংবাদিক সম্মেলন করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করাটা নির্বুদ্ধিতার পরিচয় , বললেন দুর্গাপুর আদালতের এই বিশিষ্ট আইনজীবী।