৯৯ বাংলা নিউজ ডেস্ক: দাদাগিরি করতে এলে মেরে পা ভেঙে দেব।সিভিক ভলান্টিয়ারদের এই হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।মঙ্গলবার সোনামুখীতে আবাস প্লাস যোজনায় স্বজনপোষণের অভিযোগে প্রতিবাদ মিছিল করে বিজেপি।সোনামুখী পৌরসভার সংলগ্ন বিধায়ক অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সোনামুখী বিডিও অফিসে শেষ হয়।মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ একাধিক ইসুতে রাজ্য সরকারকে তুলোধনা করেন।ওই সময়েই তিনি সিভিক ভলান্টিয়ারদের মেরে পা ভেঙে দেওয়ার নিদান দেন।
বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ তৃণমূলের রক্ষাকবচ নিয়ে শাসকদলকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন,ওটা হচ্ছে চোরেদের রক্ষাকবচ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।ওই ছবিটা গলায় লাগাবেন দেখবেন আমি চুরি করতে অগ্রাধিকার পাবেন। ওই ছবি থাকলেই সবাই বলবে চোর যাচ্ছে, চোর যাচ্ছে ।
পাশাপাশি বিষ্ণুপুর জেলা শ্রমিক সংগঠনের সভাপতিকে নাম না করে আক্রমণ করেন সাংসদ। তিনি বলেন, সোনামুখীর বিডিও অফিস একজন দেহ ব্যবসায়ীর আন্ডারে চলে গেছে।একজন দেহ ব্যবসায়ী কারণ তিনি লজে দেহ ব্যবসা করেন, ওই দেহ ব্যবসায়ীর কথা শুনে এখানকার কিছু কিছু আধিকারিকরা চলছে। এরপরেই সাংসদ বলেন,আমি সিভিক ভাইদের বলবো তোমাদের কারো বয়স ৩০ কারো বয়স ৩৫ কারো বয়স ২৪ তোমরা সরকারি বাবু হয়েছ আমাদের কোন অসুবিধা নেই তবে তোমরা যদি কোন দাদাগিরি দেখাতে এসো তবে এলাকার মানুষ তোমাদের পা ভেঙ্গে দেবে ।সরকারি অফিসারদের এবং বিডিওকে হুঁশিয়ারি দিয়ে সাংসদ বলেন, আপনারা দুর্নীতির সাথে যুক্ত হবেন না প্রত্যেকের নামে থানায় এফ আই আর করে দেবো। সবাই আলাপন বন্দ্যোপাধ্যায় হবেন না আপনাদের পেনশন আটকে যাবে আপনাদের নামে থানায় অভিযোগ করলে আপনাদের পেনশনের টাকা ব্যাংকের টাকা কিভাবে ইডির মাধ্যমে বন্ধ করা যায় সেই ব্যবস্থা করে দেব ।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে পাল্টা কটাক্ষ করেন। তিনি বলেন , দেহ ব্যবসার জায়গা গুলো সৌমিত্র খাঁ একটু বেশি জানে কারণ প্রত্যেকটা বাংলার দেহ ব্যবসার জায়গা গুলোতে ওনার যাতায়াত আছে।এটা আমি বলছি না এটা ওনার বউ বলছে।পশ্চিমবাংলায় সাংসদ হয়েছেন এটা রাজ্যের মানুষের দুর্ভাগ্য বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষের দুর্ভাগ্য ।