
কৌশিক বসু,দুর্গাপুর : দুর্গাপুরের গোপাল মাঠে বিজেপির মন্ডল সভাপতি অনশন মঞ্চে বুধবার এলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। অনশন মঞ্চ থেকে তিনি ত্রিপাক্ষিক বৈঠকের দাবি তোলেন। তিনি বলেন অবিলম্বে এই জমি সমস্যার সমাধান করতে হলে প্রশাসন, আন্দোলনকারী ও বিল্ডারের মধ্যে বৈঠক করা দরকার। সাংসদের হুঁশিয়ারি, অবিলম্বে জমি সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুরের গোপাল মাঠে শ্মশানের জমি দখল হয়ে যাচ্ছে, এই অভিযোগ তুলে অনশনে বসেছেন ১ নম্বর মন্ডলের বিজেপির সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জি। এলাকারই কিছু প্রোমোটার শ্মশানের জমি দখল করে নিচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। বুধবার সেই অনশন অষ্টম দিনে পদার্পণ করল। শারীরিকভাবে তিনি দুর্বল হয়ে পড়েছেন বলে জানান সাংসদ আলুওয়ালিয়া।
দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জী বলেন ,মঙ্গলবারই এই সমস্যার সমাধান হয়ে গেছে, সাংসদ এটা জানেন না। তিনি বলেন মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী,মহকুমা প্রশাসন, ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক এর প্রতিনিধি, আন্দোলনকারী ও প্রোমোটারদের মধ্যে একটি বৈঠক হয়। যে বৈঠকে আন্দোলনকারীদের দাবি মত প্রোমোটাররা শ্মশানের রাস্তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মুখ্য প্রশাসক। দুই পক্ষই এই সিদ্ধান্তে খুশি বলে দাবি তার।আগামী দু দিনের মধ্যেই ওই জায়গা পরিদর্শন করে কিভাবে রাস্তা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক।