
৯৯ ডিজিটাল ডেস্ক, অন্ডাল : বাইকের ডিকি ভেঙে আড়াই লক্ষ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ২। সোমবার ধৃত ২ জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।
চলতি বছরের, ১২ই ডিসেম্বর অন্ডাল থানা এলাকা থেকে গাড়ির ডিকি ভেঙে আড়াই লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্ত শুরু করে অন্ডাল থানার পুলিশ।
তদন্তে জানা যায়, ওড়িশার বাসিন্দা দাস বিনোদ ও কুমার দাস এই ঘটনার সাথে যুক্ত। কয়েকদিন আগে চুরির ঘটনায় জড়িত থাকার অপরাধে আসানসোলের বারাবনি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওড়িশার এই গ্যাং এর সদস্যদের।
অভিযুক্ত দাস বিনোদ ও কুমার দাসকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে অন্ডাল থানার পুলিশ। ধৃত ২ জনকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই চক্রের সঙ্গে আরও কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখছে অন্ডাল থানার পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, ১২ই ডিসেম্বর উখড়া মাধাইগঞ্জ রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাইকে করে বাড়ি ফিরছিলেন লাউদোহা থানার গোগলা গ্রামের বাসিন্দা আশুতোষ নায়েক ও তার ছেলে। ব্যাঙ্ক থেকে তোলা টাকা রাখা ছিল বাইকের ডিকিতে। ফেরার পথে উখড়ার হাটতলায় বাইকটি দাঁড় করিয়ে একটি দোকানে ঢোকেন তারা। দোকান থেকে ফিরে এসে দেখেন বাইকের ডিকি ভাঙা এবং ডিকির মধ্যে থাকা আড়াই লক্ষ টাকা উধাও। গোগলা গ্রামের বাসিন্দা আশুতোষ বাবু ইসিএল এর অবসরপ্রাপ্ত কর্মী। কাজ করতেন ঝাঁঝরা প্রজেক্টে। বছর তিনেক আগে তিনি অবসর নিয়েছেন। চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেফতার করে।