
৯৯ বাংলা ডেস্ক : বিধানসভা ভোটের আগে শহরে দেখা গিয়েছিল মোহন ভাগবতকে। সামনেই আবার রাজ্যে পঞ্চায়েত ভোট। আগামী বছরেই পঞ্চায়েত ভোট করা হবে বলে জামানো হয়েছে। ঠিক তার আগে ফের রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আজই ছয় দিনের সফরে রাজ্যে এলেন তিনি। আজ থেকে আগাম সোমবার পর্যন্ত তিনি রাজ্যেই থাকবেন। জানা গিয়েছে, এই ৬ দিনের সফরেই ভগবত বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন রাজ্যের বিশিষ্টদের সঙ্গে।
এদিন ভোররাতে হাওড়ায় এসে পৌঁছান ভগবত। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে হাওড়া-জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস থেকে নামেন তিনি। তখন ঘড়িতে ভোর ৫ টা। সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। কলকাতায় আরএসএস-এর সাংগঠনিক বৈঠক আছে। আর এই কর্মসূচিতে অংশ নিতেই তিনি কলকাতায় এসেছেন। এদিন হাওড়া স্টেশনে ছিল কড়া নিরাপত্তা ।
প্রসঙ্গত আজ অর্থাৎ ২ দিনের বঙ্গ সফরে রাজ্যে আসছেন জে পি নাড্ডা। ২ দিনের বঙ্গ সফরে জে পি নাড্ডা। জানা গেছে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি এবারে মায়াপুর ইসকন মন্দিরেও যাবেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই রাজ্যে নাড্ডা। চলতি বছরেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই ভোটকেই পাখির চোখ করে রাজ্যে নাড্ডা- মোহন ভগবত। বুধবার রাত সাড়ে ১১ টায় কলকাতা বিমানবন্দরে নামবেন নাড্ডা। বিমানবন্দরে উপস্থিত থাকবে বিজেপির রাজ্য নেতৃত্ব। সেখান থেকে বিমানবন্দর সংলগ্ন ওয়েস্টিং হোটেলে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।