
এবার বঙ্গ সফরে মোহন ভাগবত। একাধিক কর্মসূচি নেই বাংলায় আসছেন সঙ্ঘপ্রধান। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এখন থেকেই পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে । সক্রিয় রাজ্যের বিরোধিতাকে শাসক দল। এর মাঝেই বিজেপির পাল্লা ভারী করতেই কি এবার রাজ্য সঙ্ঘ প্রধান? সূত্রের খবর নেতাজী বন্দনা উপলক্ষে বঙ্গে আসতে চলেছে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। আগামী ১৮ তারিখ রাজ্যে আসছেন তিনি। এরপর ২৩ জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বোসের জন্ম দিবস উপলক্ষে নেতাজি লহ প্রণাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।এর মাঝেই থাকছে একাধিক কর্মসূচি।
উল্লেখ্য,এর আগেও বঙ্গ সফরে দেখা গিয়েছিল মোহন ভাগবত কে।তবে পঞ্চায়েত নির্বাচনের আগে মোহন ভাগবতের এই সফর ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলে প্রশ্ন, নির্বাচনের আগে সঙ্ঘের কার্যকলাপের পাশাপাশি বিজেপির সংগঠন নিয়েও আলোচনায় বসবেন তিনি। হতে পারে কিছু অভ্যন্তরীণ বৈঠকও। তাই তাঁর বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু হঠাৎ করে সঙ্ঘের মুখে নেতাজী বন্দনার কথা কেন? এই প্রশ্নও ঘুরপাক খেতে শুরু করেছে।
যদিও রাজনৈতিক মহলের একাংশের দাবী, সংগঠনের ভিত মজবুত করতে গত কয়েক বছরে একাধিকবার বাংলায় সফর দেখা গেছে মোহন ভাগবতকে। এটা নতুন কিছু নয়। এমনকি গত কয়েক বছর ধরে রাজ্যে সঙ্ঘের শাখা সংগঠন বৃদ্ধি পেয়েছে,২০২১শে বঙ্গ বিজেপি বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে। তবে মোহন ভাগবতের বঙ্গ সফর নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যদিও প্রকাশ্য মঞ্চ থেকে বারবার মোহন ভাগবতের সুনাম করতে দেখা গেছে এ রাজ্যের খোদ তৃণমূল সুপ্রিমো কে। এখন মোহন ভাগবতের বঙ্গ সফর ঘিরে একাধিক প্রশ্ন উঠলেও, এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিভিন্ন মহলেই।
তবে কি এবার পঞ্চায়েতের আগে বঙ্গ বিজেপির নতুন কৌশলের দামামা বাজাতে চলেছে সেটাই এখন দেখার।