
৯৯ ডিজিটাল ডেস্ক, পশ্চিম বর্ধমান : “আমি মমতা ব্যানার্জীর সবচেয়ে বড় ফলোয়ার , উনি যখন কংগ্রেসে , আমি তখন ছাত্র পরিষদ করি, উনি তৃণমূল করলেন , আমি তৃণমূলে এলাম, উনি ১০ বছর বিজেপির সাথে ছিলেন , আমি এখন বিজেপিতে,আমার রাজনৈতিক গুরু উনিই”, আসানসোলে এসে অকপট স্বীকারোক্তি মিঠুন চক্রবর্তীর। এদিন আসানসোলের ২নং জাতীয় সড়ক সংলগ্ন ধাদকা মোড়ের বিজেপির জেলা কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করতে আসেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী,সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার , জেলা সভাপতি লক্ষ্মন ঘোড়ুই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছেন , আমি তাইই করেছি। কুনাল ঘোষ প্রসঙ্গে তাঁর তীব্র কটাক্ষ,”মমতা ওনাকে একটা থালা ধরিয়ে দিয়েছে , রোজ সকালে থুতু ফেলে চাটেন, এই সব এলি তেলি গঙ্গারামদের সাথে আমার টি আরপির তুলনা করবেন না,মমতাকে সবচেয়ে কুকথা যদি কেউ বলে থাকে তাহলে এই ব্যক্তি তা বলেছেন, তাই ওনাকে থালা ধরিয়ে দেওয়াটা মমতার মাস্টার স্ট্রোক ,মমতার ছবি সরিয়ে নিলে এদের অস্তিত্ব কি “?
এদিনের সাংবাদিক বৈঠকের পরে স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক সারেন মিঠুন চক্রবর্তী ও সুকান্ত মজুমদার। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কর্মীদের মনোবল বাড়াতে ও দলের স্ট্রাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্প্রতি কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশীর সাথে অবৈধ কয়লা কারবারী জয়দেব খানের ছবি নিয়ে উত্তাল রাজনীতি , সেই প্রসঙ্গে এদিন মিঠুন বলেন এই যে এত লোক আসছে , ছবি তুলছে , এরা কে কি করে , কি করে জানব? এটা নিয়ে অহেতুক রাজনীতি হচ্ছে। আসন্ন পঞ্চায়েতে যদি ‘ফ্রি এন্ড ফেয়ার’ নির্বাচন হয় তাহলে বিজেপিই জয়লাভ করবে বলে দাবি তাঁর।