
নিজস্ব প্রতিবেদন, কাঁকসা : মিড ডে মিলের খাবারের গুনগত মান নিয়ে বিরোধীদের বিস্তর অভিযোগ। আর সেই অভিযোগ খতিয়ে দেখতে শনিবার দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে বেরিয়ে কাঁকসার জাট গড়িয়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। এদিন পড়ুয়াদের সাথে মাটিতে বসে মিড ডে মিলের খাবার খেয়ে মিড ডে মিলের গুণগত মান পরীক্ষা করেন তিনি। পাশাপাশি বিদ্যালয়ের পঠন-পাঠনে কোন সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে শিক্ষক দের সাথে কথা বলেন।
আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, রাজ্যজুড়ে বিরোধীরা বারবার অভিযোগ তোলে মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়ে। কিন্তু মিড ডে মিলের খাবার খেয়ে তিনি দেখেন খাবার ঠিকই আছে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই রান্না করা হচ্ছে। বিরোধীরা শুধুই অভিযোগ তুলতেই ব্যস্ত থাকে। তাদের অভিযোগ মিথ্যা,ভিত্তিহীন। দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে এদিন বীদবিহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাট গড়িয়া এলাকায় একটি মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা হয়। এই বিদ্যালয় পরিদর্শন করার পাশাপাশি এলাকার মানুষের সাথে জনসংযোগের পর পঞ্চায়েত সদস্যদের নিয়ে বীদবিহার গ্রাম পঞ্চায়েতে একটি বৈঠক করেন আইন মন্ত্রী মলর ঘটক।
এছাড়াও , এদিন মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য, তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় সহ কাঁকসা ব্লকের তৃণমূল নেতৃত্ব।