
৯৯ বাংলা নিউজ ডেস্ক : কথিত আছে , ভোট আসে ভোট যায় কিন্তু অবহেলিতারা একই জায়গায় থেকে যায়৷ এই চলতি কথাটাই নির্বাচনের আগের দিকে সাধারণের মুখে শোনা যায়৷ তবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তা ব্যতিক্রমও দেখা যায়৷
ভোটের পূর্ব মুহূর্তেই মিড ডে মিলের খাদ্য তালিকায় পরিবর্তন।স্কুল পড়ুয়াদের জন্য মিড ডে মিলে মুরগির মাংস দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার সহ মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এই বিষয়টা ভালো চোখে দেখেনি বিরোধীদল বিজেপি৷ গেরুয়া শিবিরের নেতা দিলীপ ঘোষ এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন৷
মিড ডে মিলে মুরগির মাংস দেওয়া প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘‘এতো দিন আলু সিদ্ধ দেওয়া হত পড়ুয়াদের৷ এবার যদি তাঁরা মাংস পায়, তাহলে তো খুবই ভালো হবে৷ তবে ভোট আসলেই বাচ্চাদের কথা কেন মনে পড়ে?’’
নবান্ন সূত্রের খবর, মিড ডে মিলের নয়া খাদ্য তালিকা অনুযায়ী প্রতি সপ্তাহে ছাত্র পিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ করা হয়েছে৷ মুরগির মাংস ও ফলের জন্য সাকুল্যে ৩৭২ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে রাজ্য৷
ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদের সেকথা জানানোও হয়েছে৷ এবার থেকে শুধু মাংস বা ফল নয়৷ মিড ডে মিলের মেনুতে বেশি করে শাকসবজি রাখারও নির্দেশ জারি করা হয়েছে৷