
৯৯ ডিজিটাল ডেস্ক , দুর্গাপুর : গোটা বিশ্ব এখন ফুটবল “করোনা”য় আক্রান্ত , বাদ নেই “সব খেলার সেরা” গুনগুনিয়ে ওঠা বাঙ্গালীও। তা বলে দুর্গাপুরে মেসি বনাম নেইমার ! এও কি সম্ভব ? কোথায় খেলা ? কবে খেলা ? এই রহস্য উন্মোচনে “একেন বাবু” হতেই হল ! রহস্যের উৎপত্তিস্থল মামড়া বাজার , শিল্প শহরের প্রাচীনতম এক বিকিকিনির কেন্দ্রস্থল।
সেখানকার এক নামজাদা মিষ্টির দোকান বানিয়ে ফেলেছে আস্ত মেসি কে। নীলসাদা জার্সির ১০ নম্বরী বিস্ময় তৈরী হয়েছে প্রায় দেড় কেজি খোয়া দিয়ে। মিষ্টি মেসির দাম ধার্য্য হয়েছে ২০০০/-। আর্জেন্তিনীয় মেগাস্টার শোভা পাচ্ছেন দোকানে আর তা দেখতে উপচে পড়া ভীড়। দোকানের কর্নধার দেবাশীষ ঘোষ বললেন , বিশ্ব ফুটবলের উৎসব চলছে , সেই উন্মাদনা বাড়াতেই এই পরিকল্পনা। মেসি দিয়ে শুরু , এবার ব্রাজিল সমর্থকদের চাহিদা হিসেবে নেইমার আসবে।
অর্থাৎ ব্রাজিল সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই। কাতারের ময়দানে মেসি-নেইমার লড়াই দেখা যাবে কি না , তা কিছুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার আগেই দুর্গাপুরের মামড়া বাজারে যে দ্বৈরথ আসন্ন তা বলাই যায়। ক্রেতারা উচ্ছসিত মেসিকে পেয়ে , নেইমারও নিশ্চয়ই ঘুম কাড়বে। তাই চাহিদা ও দামের লড়াইয়ে কে এগিয়ে থাকে তা জানার অপেক্ষায় খেলাপ্রেমী শিল্পাঞ্চল বাসী। আপাদমস্তক খাদ্য রঙ দিয়ে তৈরী মিষ্টি মেসি কিংবা হবু নেইমার এখন নিশ্চিত ভাবেই রাত জাগা দুর্গাপুরের তামাম ফুটবলপ্রেমীর কাছে “টক অফ দ্য টাউন”।