
“বিজেপির নাগরিকত্বের প্রলোভনে মতুয়া সম্প্রদায় আর পা দেবে না। ওরা মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে রাজনীতি করছে”, নাগরিকত্ব নিয়ে তোপ মমতা বালা ঠাকুরের।
শনিবার, কাঁকসার গোপালপুরে অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের অনুষ্ঠানে যোগ দিয়ে নিঃশর্ত নাগরিকত্বের দাবি জানান অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। তিনি বলেন ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে অনেকবার এসেছেন কিন্তু ঠাকুর বাড়ির জন্য তিনি কিছুই করেন নি। অথচ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে থেকেছেন। ঠাকুর বাড়ির জন্য অনেক কিছুই করেছেন।
তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মতুয়া সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে’ বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, সিএএ নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে বিজেপি। এমতাবস্থায় নাগরিকত্ব ইস্যুতে বিজেপির কড়া সমালোচনায় মমতা বালা ঠাকুরের তাৎপর্যপূর্ণ মন্তব্য বুঝিয়ে দিল সিএএ-এনআরসি চালু হলে আন্দোলনে নামবে মতুয়ারা।
এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আসা মতুয়া সম্প্রদায়ের মানুষ কার্যত একই দাবি তোলেন।
