
৯৯ বাংলা নিউজ ডেস্ক, মালদহ : বছরের শুরুর মাসের শেষেই বাগদেবীর আরাধনা।করোনা আবহকালে ক্ষতির মুখে পড়তে হয়েছিল মৃৎশিল্পীদের। এবার সেই ক্ষতি পুনরাবৃত্তির পালা। তাই এবছর সরস্বতী প্রতিমা তৈরি করছেন মানিকচকের বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা।সোমবার মানিকচক, মথুরাপুর, ও নাজিরপুর এলাকায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা।
এই প্রসঙ্গে, মৃৎশিল্পী বাদল প্রামানিক জানান,এবছর করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ইতিমধ্যেই প্রতিমা বিক্রি হতে শুরু করছে।তাই দিনরাত এক করে প্রতিমা গড়তে ব্যস্ত সকল মৃৎশিল্পী। বস্তুত, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান,অফিস, ক্লাব ও গৃহে পূজিত হন বিদ্যারদেবী সরস্বতী। তবে কিছুটা হলেও এবছর লাভের মুখ দেখবেন মানিকচকের প্রতিমা শিল্পীরা।আশায় বুক বেঁধে রয়েছে মৃৎশিল্পীরা।
এবিষয়ে আরো মৃৎশিল্পী বাদল জানান,জিনিসপএের দাম আকাশ ছোঁয়া।প্রতিমা তৈরির বিভিন্ন জিনিসপত্র কিনতে আগে থেকেই মোটা অঙ্কের টাকা লাগে।তবে এবার লক্ষীলাভের আশায় রয়েছি।