
সৈয়দ মফিজুল হোদা , বাঁকুড়া : বর্তমান সময়ে দেশে ‘গণতন্ত্র আক্রান্ত’ অভিযোগ তুলে মানব বন্ধন কর্মসূচী বাঁকুড়া জেলা বামফ্রন্টের। বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের বিকেলে বাঁকুড়া শহরের লালবাজার মোড়ে ‘মানব বন্ধন’ কর্মসূচীতে অংশ নিলেন স্থানীয় বাম নেতা কর্মীরা। পরে এক পথ সভায় বক্তব্য রাখেন বাম নেতৃত্ব।
বামফ্রন্টের বড় শরিক সিপিআইএমের পক্ষে অভয় মুখার্জী এদিন বলেন, ২০১৪ সালে আর.এস.এসের নেতৃত্বে মোদি সরকার আসার পর সংবিধানের সব ক'টি কাঠামো আক্রান্ত। আমাদের দেশে 'গর্ব করার মতো বিষয় ছিল ধর্মনিরপেক্ষতা', সেই স্তম্ভটিও আজ ধ্বংসের মুখে। আমরা বামফ্রন্টগতভাবে মনে করি আজ প্রজাতন্ত্র দিবসের দিনটি সংবিধান রক্ষার দিন। দেশের সংবিধান রক্ষার লড়াই বামপন্থীরা চালিয়ে যাচ্ছে, আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।