
৯৯ বাংলা নিউজ ডেস্ক, মালদহ : মালদহের ঐতিহ্যবাহী এসআরএমবি কাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিন সোমবারের খেলায় শিলিগুড়ির অগ্রগামী ক্লাব জয়ী হয়ে সেমিফাইনালে পৌঁছায়।প্রসঙ্গত, কালিতলা ক্লাবের পরিচালনায় ২২ তম এসআরএমবি কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হল রবিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার মাঠে।জেলার ক্রিকেট প্রতিভা অন্বেষণের পাশাপাশি খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণের সুযোগ করে দিতে এই প্রতিযোগিতা বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং কালিতলা ক্লাবের মুখ্য পৃষ্ঠপোষক ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ধীমান ঘোষ, উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস ও ইংরেজ বাজার পৌরসভার বিভিন্ন কাউন্সিলার ও জেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। খেলোয়ারদের পরিচিতির মধ্য দিয়ে উদ্বোধনী খেলার সূচনা করেন বাংলাদেশের প্রাক্তন খেলোয়াড় ধীমান ঘোষ ও উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্য প্রসেনজিৎ দাস, সঙ্গে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তারা। জানা যায় মোট আটটি দল নিয়ে এক সপ্তাহ ধরে এই টুর্নামেন্ট চলবে। এরমধ্যে রয়েছে জেলার তিনটি দল এবং শিলিগুড়ি, কলকাতা, বহরমপুর, বাংলাদেশ ও বিহারের একটি করে দল। এ দিনের খেলায় অংশগ্রহণ করে মালদা ডিএসএ একাদশ ও মালদা ক্লাব।
মালদহ ডিএসএ দশে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। মালদা ক্লাব নির্ধারিত ২৫ ওভারে ৭ উইকেটে ২৭২ রান করে। মালদা ক্লাবের অভিষেক রমন মাত্র ৫৯ বলে ১৩৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে মালদা ডিএসএ একাদশ ৭৬ রানে সকলে আউট হয়ে যায়। এই খেলায় ১৯৬ রানে জয়লাভ করে মালদা ক্লাব।তারা এই জয়লাভের মধ্য দিয়ে সেমিফাইনালে উঠে যায়। দ্বিতীয় দিনের খেলায় শিলিগুড়ি অগ্রগামী ক্লাব ৬ উইকেটে মালদা জেএস একাদশকে পরাজিত করে। আগামীকাল বুধবার সেমিফাইনালে মালদা ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে শিলিগুড়ি অগ্রগামী ক্লাবের সাথে।