
নিজস্ব প্রতিবেদন,কাঁকসা: ৩দিনের জয় জোহার মেলার সূচনা হলো শনিবার কাঁকসার ফারাকিডাঙা গ্রামে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসার বিডিও পর্ণা দে,পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস,দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার,কাঁকসা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মণ্ডল,কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি নিখিল ডোম সহ অন্যান্যরা।
আধিকারিকরা জানিয়েছেন কাঁকসা ব্লকের সমস্ত আদিবাসী গ্রামের মানুষ আগামী ৩দিন এই মেলায় যোগ দেবেন।শনিবার নানান বিভাগে আদিবাসী মহিলাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কাউন্টার খোলা হয়েছে যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারবেন।
মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর ও আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে এবং কাঁকসা পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।এই মেলার সূচনায় কাঁকসার বিভিন্ন গ্রামের ১৫জন আদিবাসী সম্প্রদায়ের গ্রামের মোড়লকে সংবর্ধনা জানানো হয়।আদিবাসী নৃত্যের পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জয় জোহার মেলা প্রাঙ্গনে।