
৯৯ নিউজ বাংলা ডিজিটাল ডেস্ক, লাউদোহা : পয়লা মার্চ বুধবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। লাউদোহার কালিতারা উচ্চ বিদ্যালয়ে চলছিল পরীক্ষা , পরীক্ষার্থীরা মগ্ন প্রশ্ন -উত্তর পত্রে। পরীক্ষা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়ল ওয়াহিদা খাতুন নামের এক পরীক্ষার্থী। ফরিদপুর(লাউদোহা) থানার পুলিশের তৎপরতায় তড়িঘড়ি ওই ছাত্রীকে ভর্তি করা হয় লাউদোহা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওই পরীক্ষার্থী লাউদোহার রাঙ্গামাটি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যায় পরীক্ষার্থীর পরিবারের লোকজন। স্বাস্থ্যকেন্দ্রে আনা মাত্রই ওই পরীক্ষার্থীর চিকিৎসা শুরু হয় এবং অক্সিজেন দেওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার্থীর শারীরিক অবস্থা স্থিতিশীল। ওয়াহিদা যাতে ফের পরীক্ষা দিতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে বলেও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সূত্রের খবর।