
৯৯ ডিজিটাল ডেস্কঃ মাছ ধরার সময় জালে উঠে এলো বিশালাকার কচ্ছপ। আর সেই কচ্ছপ উদ্ধারকে ঘিরেই চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মেমারিতে। মঙ্গলবার রাত্রে দামোদরে মাছ ধরার সময় জালে উঠে আসে প্রায় ২২ কেজি ওজনের একটি বিশালাকার কচ্ছপ।
স্থানীয় সূত্রে খবর কচ্ছপটি উদ্ধারের পর সেটিকে বাজারে বিক্রি করার পরিকল্পনা করা হচ্ছিলো। বর্ধমান অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি তড়িঘড়ি বনদপ্তরে খবর দিলে গভীর রাত্রেই মেমারি পাল্লা বাজারে অভিযান চালিয়ে বনদপ্তর উদ্ধার করে কচ্ছপটিকে। বনদপ্তর সূত্রে খবর কচ্ছপ বিক্রি রুখতে আগামী দিনেও বিভিন্ন বাজারে এই ধরনের অভিযান চালানো হবে।