
কৌশিক বসু,দুর্গাপুর : মাত্র ৫ টাকায় ভাত তরকারি ডিম, সঙ্গে লংকা পেঁয়াজও! আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার বাসস্ট্যান্ডে চালু হলো “মা” ক্যান্টিন। সোম থেকে বৃহস্পতি সিটি সেন্টার বাসস্ট্যান্ডে ও শুক্র, শনি রবি দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু থাকবে এই ক্যান্টিন। প্রতিদিন সকাল ন’টা থেকে দেওয়া হবে কুপন। প্রতিদিন ১০০ টি করে কুপন বিলি করা হবে।
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান যে মাস পাঁচেক আগে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন একটি মা ক্যান্টিন চালু করার। সেই মতো পরিকল্পনা করে ই-টেন্ডার করা হয়। মূলত গরিব মানুষের সুবিধার্থেই এই মা ক্যান্টিন চালু হলো বলে জানান তাপস বন্দ্যোপাধ্যায় । প্রতিদিন দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত কুপনের বিনিময়ে খাবার দেওয়া হবে, জানান তিনি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী দিনে এনারা প্রত্যেকেই মানুষের হাতে খাবার তুলে দেন।