
কৌশিক বসু , দুর্গাপুর : এদিন সকালেই ব্যবসার কাজে বাইক নিয়ে বেরিয়েছিলেন ইস্পাত কলোনীর বি-জোনের বাসিন্দা দিব্যেন্দু কর্মকার। তাঁর বাইকের হাতলে ঝোলানো ছিল একটি ব্যাগ , যে ব্যাগে তাঁর যাবতীয় নথি ছিল। কোন একসময়ে হাতল ছিঁড়ে ব্যাগটি রাস্তায় পড়ে যায়। খেয়াল হতেই দিব্যেন্দু বাবু গোটা সিটি সেন্টার চত্বর তন্ন তন্ন করে খুঁজে বেড়ালেও ব্যাগের হদিশ পাননা। এমন সময় সিটি সেন্টার ট্রাফিকের কাছ থেকে তিনি একটি ফোন পান যে তাঁর ব্যাগ রাস্তায় পাওয়া গেছে। দুর্গাপুর নগর নিগম মোড়ের ট্রাফিক ছাউনিতে এসে তিনি তাঁর হারিয়ে যাওয়া ব্যাগটির হদিশ পান। জানা যায় এক সহৃদয় দিন মজুর ব্যাগটি কুড়িয়ে পেয়ে ট্রাফিকের কাছে জমা দেন।
কাশিম শেখ সামান্য দিনমজুর , সিটি সেন্টার অঞ্চলে কাজের সন্ধানে ঘোরাঘুরি করছিলেন। নগর নিগমের সামনের রাস্তায় একটি ব্যাগ দেখতে পেয়ে সামনেই ট্রাফিক ছাউনিতে ব্যাগটি জমা দেন। নথি থেকে ট্রাফিক পুলিশ ব্যাবসায়ী দিব্যেন্দু বাবুর নম্বর পেয়ে ফোন করে ও তাঁকে ব্যাগটি ফেরৎ দেয়।

ওই ব্যাগে দিব্যেন্দু বাবুর ভোটার কার্ড,আধার কার্ড,প্যান কার্ড , ডেবিড কার্ড,ক্রেডিট কার্ড,ড্রাইভিং লাইসেন্স সহ জমির দলিল সহ আরও বেশ কিছু প্রয়োজনীয় নথি ছিল। ব্যাগ ফিরে পেয়ে আপ্লুত দিব্যেন্দু বাবু। তিনি দিনমজুর কাশিম শেখকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি দুর্গাপুর ট্রাফিক পুলিশকেও ধন্যবাদ জানিয়েছেন। দিন মজুরের সততায় খুশী ট্রাফিকের দায়িত্বে থাকা আধিকারিকেরা।