
৯৯ নিউজ বাংলা ডিজিটাল ডেস্ক,দুর্গাপুর : “প্রভাবশালীর তকমা দিয়ে ,খুনের কেস দিয়ে অনুব্রত মণ্ডলকে বাংলায় আটকে রাখতে পারল না তৃণমূল” দুর্গাপুরের গোপালমাঠ থেকে মমতা ব্যানার্জির প্রশ্নের তীব্র জবাব দিলেন সাংসদ লকেট চ্যাটার্জী। তদন্তের গতি আনতে অনুব্রত মণ্ডলকে সশরীরে দিল্লির রাউস এভিনিউ আদালতে নিয়ে যাওয়ার জন্য আসানসোলের বিশেষ আদালতে আবেদন করেছিল ইডি। ইডির সেই আবেদন মঞ্জুর করেছে আসানসোলের বিশেষ আদালতের বিচারপতি রাজেশ চক্রবর্তী। অনুব্রত মণ্ডলকে শুক্রবার দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে বলেও ইডি সূত্রে খবর। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন ‘কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে কেন, পঞ্চায়েত ভোট আসছে বলে?’ প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এই প্রশ্নের জবাবে সাংসদ লকেট চ্যাটার্জী বলেন, পঞ্চায়েত ভোটের জন্য ,লোকসভা ভোটের জন্য অনুব্রত মণ্ডলকে প্রভাবশালীর তকমা দিয়ে আসানসোলের জেলে আটকে রেখেছিল। সেটাই অনুব্রত মণ্ডলের মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে। ভেবেছিল জেল থেকে ফোনের মাধ্যমে নির্দেশ দিয়ে পঞ্চায়েত এবং লোকসভা ভোটে বোম, গুলি,বারুদের লড়াই করে পঞ্চায়েত জিতবে ,কিন্তু সেটা হাতছাড়া হয়ে গেল, মন্তব্য বিজেপি সাংসদের। তিহার জেলে অনুব্রতর জন্য সবাই অপেক্ষা করে আছেন। তিহার জেলে স্বাগত জানানো হবে তাঁকে,কটাক্ষ বিজেপি নেত্রীর।