
কৌশিক বসু , দুর্গাপুর : “রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে ২০১১ সালে শপথ নেওয়ার পর থেকে মহিলারাই সবচেয়ে বেশী অসুরক্ষিত “, লাউদোহায় এক দলীয় কর্মসূচীতে এসে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কালিয়াগঞ্জের কিশোরী খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী সহ পুলিশকে একহাত নেন বিজেপি সাংসদ। তিনি বলেন যে পুলিশকে মারধোর কখনই সমর্থনযোগ্য নয় , কিন্তু এই ঘটনার জন্য পুলিশই দায়ী। পুলিশ ঘটনার সঠিক তদন্ত না করে প্রমান লোপাট করছে , ফলে জনগনের আক্রোশ বাড়ছে , মন্তব্য সাংসদের।

এদিন লাউদোহায় দলের কার্য্যকারিনী বৈঠকে যোগ দিতে পৌঁছান বিজেপি সাংসদ। সেখানে তিনি দলীয় কর্মীদের সব কথা শোনেন ও আগামী পঞ্চায়েত ভোটে দলের রণকৌশল কি হবে , তা নিয়ে বিস্তারিত আলোচনা সারেন। কালিয়াগঞ্জের ঘটনার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি জানান তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযোগ যাত্রা, গোপন ব্যালটে নির্বাচনের তৃণমূল প্রার্থী বাছাই নিয়ে রাজ্য জুড়ে দফায় দফায় তৃণমূল কর্মীদের অশান্তি প্রসঙ্গে লকেট চ্যাটার্জীর মন্তব্য,” এ তো শুধু ট্রেলার চলছে , তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে , পঞ্চায়েত নির্বাচনে কতটা অশান্তি ছড়াবে , তা এখন থেকেই বোঝা যাচ্ছে “। এদিন দলের গুরুত্বপুর্ন বৈঠক করার পাশাপাশি রাজ্য সরকারকে লক্ষ্য করে বারংবার আক্রমন শানালেন বিজেপি নেত্রী।