
সৈয়দ মফিজুল হোদা,বাঁকুড়া:- ধর্ম যার যার কিন্তু পুজো সবারই। তেমনি বসন্ত পঞ্চমীর দিনটিকে শিক্ষার উৎসব হিসাবে বিবেচনা করা হয়। প্রাচীন ভারতের গুরুকুলগুলিতে, এই দিনে নতুন ছাত্রদের আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয়েছিল। এই কারণেই এই দিনে মা সরস্বতীর আরাধনা করা হয়। জ্ঞান, প্রজ্ঞা এবং দক্ষতা অর্জনের জন্য তাকে পূজা করা হয় এবং প্রার্থনা করা হয়। এছাড়া এই বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতীর পূজা করলে যে কোনো ধরনের বিদ্যা অর্জন করা যায়। আজকের দিনে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে দেবী সরস্বতী আরাধনা হয় ।সেই মতোই আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শিমুলিয়া বাগদী পাড়া প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজোতে কচিকাঁচারা আনন্দ, উচ্ছাসে মেতে উঠলো। সাথে সাথে আব্দুল আজিজ,সেখ আতিব ও রুশা পারভিনদের পুষ্পাঞ্জলি দিতে দেখা গেল। আমাদের ক্যামেরার মুখোমুখী হয়ে শিমুলিয়া বাগদীপাড়ার প্রাথমিক স্কুলের কচিকাঁচারা বলেন ,তারা আজ স্কুলে পূজা দেখতে এসেছে। খুব আনন্দিত তারা। এমনকি তারা পুষ্পাঞ্জলি ও দিয়েছে।