
৯৯ বাংলা নিউজ ডেস্ক: অ্যাম্বুল্যান্সের দাবি মতো টাকা দেওয়ার সামর্থ নেই। তাই স্ত্রীর দেহ কাঁধে করে বাড়ি ফিরতে হল দিনমজুর স্বামীকে। এই ঘটনা বিহার বা উত্তর প্রদেশ নয়। বাংলায় এই অমানবিক ছবি ধরা পড়েছে জলপাইগুড়িতে। মাল মহকুমার ক্রান্তি ব্লকের বাসিন্দা রামপ্রসাদ দেওয়ান। তিনি পেশায় একজন দিনমজুর। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁর মা লক্ষ্মীরাণী দেওয়ানকে গতকাল রাতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। রাতেই সেখানে মারা যান বছর একাত্তরের লক্ষ্মীরাণী দেওয়ান।
তিনগুণ বেশি ভাড়া চেয়েছিলেন অ্যাম্বুলেন্স চালকরা। কিন্তু, অর্থের অভাবে এত টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করার সমর্থ্য ছিল না। সরকারি হাসপাতাল থেকেও মেলেনি বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। তাই বাধ্য হয়েই মৃত মায়ের দেহ কাঁধে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটলেন ছেলে। আর তার সঙ্গে ছিলেন বৃদ্ধ বাবা। অমনাবিক এই দৃশ্য অন্য কোনও রাজ্যের নয়, এই দৃশ্য হল বাংলারই একটি জেলার। ছত্রিশগড়ের পর এবার এমন অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল জলপাইগুড়ি। এমন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। যদি হাসপাতালে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হাসপাতালে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। বিনামূল্যেই এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়। সে ক্ষেত্রে বিষয়টি রামপ্রসাদের জানা ছিল না বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।