
৯৯ বাংলা নিউজ ডেস্ক : ফের করোনা আক্রান্ত ললিত মোদী৷ গত সপ্তাহে কোভিড পজিটিভ ধরা পড়েছিল প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর৷ এরপর আবারও তিনি করোনা আক্রান্ত হলেন৷ তিনি নিজেই তাঁর ইনস্টাগ্রামে ছবি পোস্টে খবরটি জানিয়েছেন তার ভক্তদের৷ তবে এখন তাঁর শারিরীক অবস্থা অনেকটা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷
সূত্রের খবর, কোভিড ধরা পড়ার পর তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন৷ তাঁকে ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্টে রাখতে হয়েছিল৷ এদিন ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করে লেখেন, ‘‘সকলের আশীর্বাদে আমি এখন অনেকটাই সুস্থ আছি৷ তবে করোনা ধরা পড়ার পরে ভয় পেয়ে গিয়েছিলাম৷ চিকিৎসকরা জানিয়েছিলেন, নিউমোনিয়াও ধরা পড়েছে৷ সেই সঙ্গে তীব্র শ্বাসকষ্ট শুরু হয়েছিল।’’
প্রসঙ্গত, গত বছর বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে ললিতের প্রেমের সম্পর্ক ঘিরে হইচই পড়ে যায়। ইনস্টাগ্রামে বঙ্গললনার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে তাঁদের সম্পর্কের ব্যাপারে সিলমোহর দেন ললিত। তবে তার কিছু দিনের মধ্যেই জল্পনা ছড়ায় যে, সুস্মিতা এবং ললিতের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তবে এ নিয়ে তাঁরা কেউই মুখ খোলেননি।দুজনেই তাঁদের মূল্যবান সময় ব্যয় করছেন লালিত মোদীকে দ্রুত সুস্থ করতে। যদিও তিনি এখনও পর্যন্ত ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্টেই রয়েছেন।