
৯৯ ডিজিটাল ডেস্ক , আসানসোল : রবিবার রাতে সাকতোড়িয়ায় এক কয়লা ডিওর ব্যবসায়ী সুশীল আগরওয়ালের বাড়ীতে দুষ্কৃতী হানা নিয়ে তোলপাড় শিল্পাঞ্চল। মধ্যরাতে জনা কয়েক দুষ্কৃতী বাড়ীর পেছন দিয়ে ওপরে ওঠে। রঙ করার উদ্দেশ্যে বাড়ীর পেছনে বাঁশ বাঁধা ছিল , তার সাহায্যেই দুষ্কৃতীরা সুশীল আগরওয়ালের ঘরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায়। সোনার গহনা সহ নগদ টাকা হাতিয়ে নেয় তারা। ওই ব্যবসায়ীর ছেলে সৌভিক আগরওয়াল আওয়াজ পেয়ে বাবার ঘরের দিকে এলে তাকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। পেটে গুলি লাগে সৌভিকের , তাকে দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে তদন্তে আসেন পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম। সঙ্গে ছিলেন কুলটি থানার আধিকারিক, ডেপুটি কমিশনার অভিষেক মোদী সহ অন্যান্যরা। পুলিশ কমিশনার জানান , সিসিটিভি ফুটেজে ৩ জন দুষ্কৃতীর ছবি দেখা গেছে , ঘটনাস্থলে পাওয়া নানান সুত্র ধরে পুলিশ তাদের শীঘ্রই ধরে ফেলতে পারবে বলে আশাবাদী তিনি। দুষ্কৃতী হানার উদ্দেশ্য ডাকাতিই ছিল বলে প্রাথমিক ধারনে পুলিশ কমিশনারের।
