

৯৯ ডিজিটাল ডেস্ক : খেলার মাঠ দখলের চেষ্টা, প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে থানা ও ব্লক অফিসে স্মারকলিপি পেশ।
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইছাপুর পঞ্চায়েতের সরপী গ্রামে বাদ্যকর পাড়া সংলগ্ন এলাকায় এই খেলার মাঠ দীর্ঘদিনের। সেই মাঠ দখল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। মাঠ বাঁচাতে ইতিমধ্যেই প্ল্যাকার্ড হাতে মিছিল করে লাউদোহার ফরিদপুর থানা, ব্লক অফিস, বিএলআরও অফিসে স্মারকলিপিও জমা দিয়েছেন স্থানীয় মানুষ।
এলাকায় “রথীরাম বেড়া” মাঠ নামে পরিচিত। স্থানীয়দের দাবি, এই মাঠ তাদের জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী। ‘ইয়ং স্পোর্টিং’ ক্লাবের সদস্য ছোটু বাদ্যকর, সোমেন মুখার্জীরা জানান; এই মাঠে ক্রিকেট, ফুটবল সহ সব ধরনের খেলাধুলা হয়। স্থানীয় ছেলেরা এই মাঠে অনুশীলন করে। বিভিন্ন খেলার প্রতিযোগিতা আয়োজিত হয়। কিন্তু, সমস্যার শুরু বছর দুয়েক আগে। গ্রামের একটি পরিবার এই মাঠটিকে তাদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করে। সেই প্রথমবার মাঠ দখল করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। তখন স্থানীয়রা বিষয়টি নিয়ে পঞ্চায়েত, থানা, ব্লক ও বিএলআরও অফিসে গিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। বিষয়টি মিটেও গিয়েছিল। কিন্তু, গত শুক্রবার ফের মাঠ দখলের চেষ্টা হয়। রাতের অন্ধকারে মাঠের বেশ কয়েক জায়গায় জেসিবি মেশিন দিয়ে কাটা হয় মাটি। মাঠের বিভিন্ন জায়গায় ভাঙা ইঁট, পাথর, মাটি স্তুপ করে রাখা হয়েছে, বলে অভিযোগ। ফলে বন্ধ হয়ে গিয়েছে খেলাধুলো। বিষয়টি নিয়ে ফের প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রা।
রবিবার বিকেলে মাঠ বাঁচানোর দাবি তুলে প্ল্যাকার্ড হাতে মিছিল করে স্থানীয় ক্লাবের সদস্যরা। সেই মিছিলে ক্লাব সদস্যরা ছাড়াও পা মেলান স্থানীয়দের একাংশ।
মাঠ বাঁচাতে লাগাতার আন্দোলন চলবে বলে জানিয়েছেন ছোটু বাদ্যকর, সোমেন মুখার্জীরা। একই ইস্যুতে সোমবার সরপি বাদ্যকর পাড়ার বাসিন্দারা লাউদোহার ফরিদপুর থানা, দুর্গাপুর ফরিদপুর ব্লক অফিস ও বিএলআরও দপ্তরে স্মারকলিপি জমা দেন। এরপরেও কাজ না হলে গ্রামের মানুষ মাঠ পরিষ্কার করে মাঠটিকে খেলার উপযুক্ত করে তোলা হবে, বলে সাফ জানিয়ে দিয়েছেন সোমেন মুখার্জীরা। কেউ বাধা দিতে এলে ঝাঁটাপেটা করার হুঁশিয়ারি তাদের।
তবে যে পরিবারটির বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ, এদিন তাদের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।