
৯৯ বাংলা নিউজ, পুরুলিয়া :আমার স্বামীর স্বপ্ন পূরণ হয়েছে। আদালতের নির্দেশে ঝালদা পৌরসভার পৌরপ্রধানের চেয়ারে বসার পরই বললেন নবনিযুক্ত পৌরপ্রধান পূর্ণিমা কান্দু ।আদলতের নির্দেশে শনিবার ঝালদা পৌরসভার পৌরপ্রধানের কুর্সিতে বসলেন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু । ঝালদা পৌরসভা পৌর প্রধানের দায়িত্ব নিলেন তিনি ।
পৌর প্রধানের চেয়ারে বসার পরই আদালতকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “ঝালদাবাসীর জয় হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে আমরা জয়লাভ করেছি । তৃণমূল অন্যায় ভাবে বোর্ড তখন করার চেষ্টা করলেও কোন লাভ হয়নি । দীর্ঘদিন ধরে উন্নয়নের কাজ বন্ধ হয়েছিল ঝালদা পৌরসভায়। এবার উন্নয়নের দিকে নজর দেওয়া হবে, প্রতিটি ওয়ার্ডের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা হবে। বিরোধীরা যদি উন্ননের কাজে সঙ্গ দিতে চায় তাদের নিয়ে চলতে রাজি।”
এদিন পৌর প্রধানের চেয়ারে বসে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে একথা বললেন ঝালদা পৌরসভার নব নিযুক্ত পৌরপ্রধান পূর্ণিমা কান্দু। এছাড়া তিনি বলেন, “এই জয় স্বামীকে উৎসর্গ করলাম। এই জয় স্বামীর জয় এবং ঝালদাবাসীর জয় ।”