
৯৯বাংলা ডেস্ক , সল্টলেক : প্রাথমিকের ইন্টারভিউয়ে ভুয়ো কল লেটার নিয়ে এসে ধরা পড়ে গেলেন দক্ষিণ দিনাজপুরের দুই যুবক। প্রাইমারি বোর্ডের অফিসে পাকড়াও ২ ভুয়ো চাকরিপ্রার্থী। ধৃতরা ছিলেন দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত গঙ্গারামপুরের বাসিন্দা। গতকালই অভিযুক্তদের গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। আজ, রবিবার তাঁদের আদালতে তোলা হয়। জানা গিয়েছে, সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের ২০১৪, ২০১৭ সালের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ছিল চলছিল
গঙ্গারামপুরের বাসিন্দা প্রীতম ঘোষ ও বিষ্ণু মাহাত। একই পাড়ায় থাকেন দুজন। গতকাল অর্থাৎ শনিবার ২ জনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, ধৃত বিষ্ণু মাহাত একজন প্রাইমারি স্কুল শিক্ষক। ইন্টারভিউ দিতে সল্টলেক এপিসি (APC) ভবনে যান প্রীতম। জানা গেছে প্রীতম বিষ্ণু মাহাতকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন। চাকরি হয়ে গেলে আরও সাড়ে চার লাখ টাকা দেওয়ার কথা ছিল। মোট পাঁচ লাখ টাকার চুক্তি হয়েছিল। ধৃত দুজনকে বিধাননগর আদালতে তোলা হয়। ধৃতদেরকে হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত করবে বিধাননগর পূর্ব থানার পুলিশ।