
৯৯ বাংলা নিউজ ডেস্ক: বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে কাঁকসার তিনটি ভিন্ন জায়গা থেকে তিনজনকে গ্রেফতার করল পুলিশ।ধৃত তিনজনকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে কাঁকসার বাঁশকোপা থেকে টিনু রায় নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকায়। ধৃতের কাছ থেকে ২১ টি দেশি মদের বোতল উদ্ধার হয়েছে।অন্যদিকে শনিবার গভীর রাতে কাঁকসার ১১ মাইল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম প্রহ্লাদ বিশ্বাস। ধৃতের বাড়ি কাঁকসার বিলপাড়া এলাকায়। ধৃত ব্যক্তির কাছ থেকে ১৯ টি দেশী মদের বোতল উদ্ধার করে পুলিশ।
এছাড়াও কাঁকসার বামুনাড়া এলাকা থেকে হারাধন হালদার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ধৃতের বাড়ি বীরভূম জেলায়।ধৃতের কাছ থেকে ২০টি দেশি মতের বোতল উদ্ধার করে পুলিশ।ধৃত তিনজনকেই রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।কোথা থেকে তারা মদ নিয়ে এসে বিক্রি করছিল পুলিশ তা জানার চেষ্টা করছে।