
৯৯ ডিজিটাল ডেস্ক, পূর্ব বর্ধমান : জাল চালান তৈরি করে বালির চোরা কারবার চালানোর অভিযোগে গ্রেফতার আরও ১। ধৃতের নাম মহম্মদ ওয়াসিম ওরফে রাজা। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল সহ বালির একাধিক জাল চালান।
সরকারি ওয়েবসাইটের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে রমরমিয়ে বালির কারবার চালানোর অভিযোগে বীরভূম জেলার নানুর থেকে মহম্মদ ওয়াসিম ওরফে রাজা নামের এক যুবককে গ্রেপ্তার করলো খণ্ডঘোষ থানার পুলিশ। ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এদিন ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়।
কয়েকদিন আগে বীরভূমের বিভিন্ন এলাকায় এই চক্রের ‘মাস্টারমাইন্ড’ আল্লারাখা খান ওরফে রাকুর সন্ধানে ওঁত পেতে বসেছিলেন খণ্ডঘোষ থানার আধিকারিকরা। গত সপ্তাহে লোয়ার বাঁধগড়া থেকে বোলপুর থানার কাশীপুরের বাসিন্দা রাকুকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে পুলিশ পাঁচটি নকল চালান ও একটি স্মার্ট ফোন বাজেয়াপ্ত করেছে। আল্লারাখা তাঁর গোটা কারবার ওই স্মার্টফোনেই চালাতেন বলে জানায় পুলিশ। ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে সোমবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জেলার পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, ‘এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে খণ্ডঘোষ থানা খুব ভালো কাজ করছে। এই চক্রের আরও কয়েকজন এখনও অধরা রয়েছে। শীঘ্রই তাদের গ্রেপ্তার করবে পুলিশ। গোটা র্যাকট ধরা পড়বে। কাউকে রেয়াত করা হবে না।’
এরপর রাকুকে জেরা করেই খণ্ডঘোষ থানার পুলিশ বৃহস্পতিবার রাত্রে বীরভূম জেলার নানুর এলাকা থেকে মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করে।
সূত্রের খবর, এই চক্রের সঙ্গে পূর্ব বর্ধমান ছাড়াও বীরভূম ও পশ্চিম বর্ধমানের কয়েকজনের যোগ রয়েছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান জারি হয়েছে।