
৯৯ বাংলা ডেস্ক : ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।তার সল্প ধারণা দেওয়া হলো। জেনে নিন আপনার আজকের দিন ….
মেষ: কাজে মন বসবে না, খেই হারিয়ে ফেলবেন, তাই মাথা ঠান্ডা রাখুন।
বৃষ: ক্ষমতার অপব্যবহার করবেন না, ভবিষ্যতে তা আপনার দিকেই ঘুরে আসবে।
মিথুন: পারিবারিক অশান্তির সম্ভাবনা আছে, লোকের সঙ্গে ভাল ব্যবহার করুন।
কর্কট: কর্মক্ষেত্রে সদর্থক পরিবর্তন আসবে, সম্পর্কে সীমারেখার গুরুত্ব বুঝতে হবে।
সিংহ:আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না, সঙ্গী/সঙ্গিনীর মতামতকে মূল্য দিন।
কন্যা: কর্মক্ষেত্রে অনেকটা সময় দিতে হলেও পারিবারিক সময় সুন্দর কাটবে ৷
তুলা: অতীতের ভুলের পুনরাবৃত্তি না হওয়াই কাম্য- এটা মনে রাখবেন।
বৃশ্চিক: সব দিক থেকেই সাফল্য করায়ত্ত হবে, নির্ভার দিন কাটবে।
ধনু: মানসিক ভাবে অশান্ত থাকলেও কাজে অবহেলা করবেন না।
মকর: সারা দিন ছোটখাটো নানা শারীরিক সমস্যা জর্জরিত করে রাখবে।
কুম্ভ: সবাই দোষ ধরবে, গায়ে না মেখে কাজে মন দেওয়া ঠিক হবে।
মীন: সব কিছু পরিকল্পনা মতো চলবে, ব্যক্তিগত সম্পর্কে মাধুর্য বাড়বে।
|| সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ||